মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

প্রকাশ : ২১ এপ্রিল ২০১৮, ২২:৩৬

জাগরণীয়া ডেস্ক

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে আহত বৃদ্ধা মা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় ছেলে জমির উদ্দিন (২৫)-কে আটক করেছে পুলিশ। 

২১ এপ্রিল (শনিবার) ভোরে চিকিৎসাধীন অবস্থায় নাটোর সদর হাসপাতালে জহুরা বেগম (৫৫) এর মৃত্যু হয়। নিহত জহুরা ওই গ্রামের মৃত এরশাদ আলীর স্ত্রী।

এর আগে, শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার কাঠালবাড়িয়া এলাকায় ছেলের লাঠির আঘাতে আহত হন জহুরা বেগম। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ১১টার দিকে নেশার টাকা নিয়ে নেশাগ্রস্থ ছেলে জমির উদ্দিনের সঙ্গে মা জহুরার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে জমির লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। এসময় প্রতিবেশিরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। 

ওসি জানান, দুপুর ১২টার দিকে ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জহুরার মেয়ে সফুরা বেগম বাদী হয়ে শনিবার দুপুরে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত