নাটোরে সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৮, ২০:৩০
জাগরণীয়া ডেস্ক
আগুন থেকে তিন মাসের শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ মা সালমা খাতুনের (২০)। ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর উপজেলায় বুধপাড়া গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি (রবিবার) তিন মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে আগুন পোহানোর এক পর্যায়ে শিশুটি কোল থেকে পড়ে যেতে নিলে,সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে পড়ে যান সালমা খাতুন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
এক সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ২৮ জানুয়ারি রবিবার বিকেলে সালমা খাতুনের মৃত্যু হয়। লালপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।