ময়মনসিংহে ট্রেনের নিচে সন্তানসহ মায়ের আত্মহত্যা

প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৮, ১৬:৪৫

জাগরণীয়া ডেস্ক

ময়মনসিংহে সন্তানকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক মা। ১৭ এপ্রিল (মঙ্গলবার) সকালে ময়মনসিংহের গফরগাঁওয়ের ধামাইল এলাকায় ঢাকা অভিমুখী যমুনা এক্সপ্রেসের নিচে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লিজা আক্তার (২৫) ও ইয়াসির (২)। নিহত লিজা স্থানীয় গফরগাঁও ইউনিয়নের মির্ধা বাড়ির শাহজাহান মির্ধার মেয়ে।

প্রতিবেশীরা জানান, প্রায় ৫ বছর আগে উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল এলাকার রাজিব ঢালী’র সঙ্গে বিয়ে হয় লিজার। বিয়ের পর থেকেই শাশুড়ীর সঙ্গে প্রায়ই বিবাদ লেগে থাকতো। গত ১৬ এপ্রিল (সোমবার) শ্বাশুড়ীর সাথে ছেলে ইয়াসিরের হাত কাটা নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছিল লিজা। তারই রেশে সে আত্মহত্যা করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত