রোহিঙ্গা প্রত্যাবসন: আন্তর্জাতিক চাপ নিয়ে কাজ করবে যুক্তরাজ্য
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৮, ১৮:০০
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে যুক্তরাজ্য কাজ করে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক।
১০ এপ্রিল (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত 'ডিক্যাব টকে' একথা জানান তিনি।
তিনি বলেন, এটি সত্য যে চরম নির্যাতনের কারণেই রোহিঙ্গারা এদেশে পালিয়ে আসছে। রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে, সম্মানে ও স্থায়ীভাবে মিয়ানমারে ফিরে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সব ধরনের সমর্থন দিবে যুক্তরাজ্য।
বিরোধীদল কী গণতান্ত্রিক অধিকারের যথেষ্ট সুযোগ পাচ্ছে, এমন প্রশ্নে তিনি বলেন, আমরা বিশ্বাস করি সামনের সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও সবার অংশগ্রহণে হবে। বাংলাদেশের কোনো রাজনৈতিক আলোচনায় বিদেশি মধ্যস্থতাকারীর কোনো প্রয়োজন নেই। কারণ বাংলাদেশিরা নিজেরাই এজন্য যোগ্য।
এসময় উন্নয়শীল দেশের যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশকে শুভেচ্ছা জানান তিনি।