ছাত্রীদের যৌন হয়রানি: সেই প্রধান শিক্ষক ২ দিনের রিমান্ডে
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৮, ২৩:২৫
নিজের বিদ্যালয়ের তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে চট্টগ্রামের চরপাথরঘাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৫ এপ্রিল (বৃহস্পতিবার) ওই শিক্ষককে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শাহাদাত হোসেনের আদালতে হাজির করা হয়। এসময় আদালতে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমেদ এ তথ্য জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত প্রাইভেট পড়তে আসা ৩ শিক্ষার্থীকে যৌন হয়রানি করতেন প্রধান শিক্ষক আবুল হাসেম। সম্প্রতি শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের জানালে গত ২ এপ্রিল (সোমবার) রাতে কর্ণফুলী থানায় মামলা করেন হয়রানির শিকার এক ছাত্রীর অভিভাবক। গত ৩ এপ্রিল (মঙ্গলবার) আবুল হাসেমকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ।