সৎ মাকে কুপিয়ে হত্যা, কিশোরের আত্মসমর্পণ

প্রকাশ : ০২ এপ্রিল ২০১৮, ১৭:১৭

জাগরণীয়া ডেস্ক

সৎ মাকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে এক কিশোর। যশোরের ঝিকরগাছায় নিহত ঐ নারীর নাম আনোয়ারা বেগম (৪৫)। আত্মসমর্পণকারী কিশোরটির নাম মিম (১৫)।

১ এপ্রিল (রবিবার) রাত ৯টার দিকে উপজেলা শহরের কীর্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আত্মসমর্পণকারীর বরাত দিয়ে এলাকাবাসী ও পুলিশ কর্মকর্তারা বলেন, মিম এর বাবা মশিয়ার রহমান প্রথম স্ত্রীকে তালাক দিয়ে আনোয়ারা নামে আরেকজনকে বিয়ে করেন। তবে ওই সংসারেই আগের স্ত্রীর ছেলে মিম ও তার ছোট ভাই থাকতেন। ১ এপ্রিল (রবিবার) রাতে সৎ মা আনোয়ারা বেগম তার ছোট ভাইকে নির্যাতন শুরু করলে সইতে না পেরে মিম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সৎ মাকে হত্যা করে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে আনোয়ারা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আত্মসমর্পণকারী মিম জানিয়েছে, তাদের সৎ মা আনোয়ারা তাকে এবং তার ছোটভাইকে ঠিকমতো খেতে দিতেন না এবং প্রায়ই মারধর করতেন। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত