বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নববধু নিহত

প্রকাশ : ৩০ মার্চ ২০১৮, ২০:২২

জাগরণীয়া ডেস্ক

স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মদিনা আক্তার (১৮) নামে এক নববধু নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী মো. ইমরান (২৮) গুরুতর আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায়।

গত ২৯ মার্চ (বৃহস্পতিবার) রাতে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় মদিনাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মদিনাকে মৃত ষোষণা করেন। ইমরান আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয়রা জানান, উপজেলার রামগতি থেকে বেড়িয়ে আসার পথে ভবানীপুরে একটি লেগুনার সাথে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতেই গুরুতর আহত হন দুজনেই। এসময় আহতদের দ্রুত উদ্ধার করে সদর হাপাতালে পাঠানো হয়। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, নিহত মদিনার সাথে ১ সপ্তাহ আগে ইমরানের বিয়ে হয়েছিল। ইমরান ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত