দুর্গাপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশ : ৩০ মার্চ ২০১৮, ০১:০৯

জাগরণীয়া ডেস্ক

রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার চৌপুকুরিয়া হাজিপাড় গ্রাম থেকে লাবনী আক্তার (১৯) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাবনী ওই গ্রামের বাবুল হোসেন বাবুর মেয়ে ও স্থানীয় কাঠাল বাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী।

চৌপুকুরিয়ার ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজার বরাত দিয়ে দুর্গাপুর থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, লাবনী দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন এবং প্রথম বর্ষে ভর্তি হওয়ার পরে তিনি আর কলেজে যাননি। তাকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হলেও সুস্থ না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। বৃহস্পতিবার ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাবনীর মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন বাড়ির লোকজন। লাবণী ঠিক কী অসুখে ভুগছিলেন তা সঠিক জানা যায়নি।

২৯ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন লাবণী। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পূর্বে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত