‘নারীদের জনশক্তিতে রুপান্তরিত করতে হবে’
প্রকাশ : ১৫ মার্চ ২০১৮, ১৫:৪৫
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীদের অবহেলা করলে চলবে না। নারীরা দেশের উন্নয়নে অনেক অবদান রাখছে। দেশের উন্নয়নের স্বার্থে নারীদের জনশক্তিতে রপান্তরিত করতে হবে। তবেই দেশের সার্বিক উন্নয়ন সাধিত হবে।
১৪ মার্চ (বুধবার) বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে বাল্যবিবাহ রোধের মাধ্যমে মাতৃমৃত্যু প্রতিরোধ ও নারীর সার্বিক উন্নয়ন নিশ্চিতকল্পে জনসচেতনতামূলক সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, আমাদের সবার সচেতনতার মাধ্যমে সমাজ থেকে বাল্যবিবাহ নামক ব্যাধি দূর করতে হবে। নারীদের উন্নয়নে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নারীদের অবহেলার পাত্র না ভেবে সন্মানের জায়গায় রাখার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি, জাতীয় মাননীয় হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল প্রমুখ।