বিএস২১১ ফ্লাইট বিধ্বস্ত: হটলাইন চালু করেছে সরকার
প্রকাশ : ১২ মার্চ ২০১৮, ২৩:১১
নেপালে ইউএস বাংলার বিএস ২১১ ফ্লাইটটি বিধ্বস্তের ঘটনায় সর্বশেষ তথ্য জানতে হটলাইন চালু করেছে বাংলাদেশ সরকার।
১২ মার্চ (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্লেন দুর্ঘটনার সার্বিক তথ্য জানা যাবে +8801757682489 (এমজেএইচ জাবেদ), +8801912062966 (মো. মনিরুজ্জামান) ও +8801553344588 (এম দেলোয়ার হোসেন) নম্বরে ফোন করে।
কাঠমুণ্ডুতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস দুর্ঘটনার পরপরই নেপালের জন্য হটলাইন চালু করেছে । নম্বরগুলো হলো +9779810100401 (আল আলামুল এমাম, কনসুলার) এবং +9779861467422 (অসিত বরণ সরকার, ফার্স্ট সেক্রেটারি)
উল্লেখ্য, ১২ মার্চ (সোমবার) ঢাকা থেকে যাওয়া ইউএস বাংলার বিএস ২১১ ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে পার্বত্য শহর কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয়। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশের তথ্য অনুযায়ি, ইউএস বাংলার বিএস ২১১ ফ্লাইট বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০।