‘আগের তুলনায় দেশে বাল্যবিবাহের সংখ্যা কমেছে’
প্রকাশ : ১২ মার্চ ২০১৮, ১৭:৫২
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি দাবি করেছেন আগের তুলনায় দেশে বাল্যবিবাহের সংখ্যা কমেছে।
১২ মার্চ (সোমবার) সচিবালয়ে বাংলাদেশে বাল্যবিবাহ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ দাবি করেন।
তিনি বলেন, ২০০৬ সালে দেশে বাল্যবিবাহের সংখ্যা ছিল ৬৪ দশমিক ১ শতাংশ। ২০১৪ সালে তা কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ৩ শতাংশ। বিআইডিএসের ২০১৭ সালের জরিপে বলা হয়েছে, দেশে বর্তমানে বাল্যবিবাহের সংখ্যা ৪৭ শতাংশ (১৮ বছরের নিচে)। অন্যদিকে ১৫ বছরের নিচে বিয়ের সংখ্যা ১০ দশমিক ৭০ শতাংশ।
২০২১ সালের মধ্যে বাংলাদেশে ১৫ বছরের নিচে বিয়ে সম্পূর্ণ বন্ধ করা হবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা বাল্যবিবাহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। ১৪৫টি দেশের মধ্যে সার্বিক নারী উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ৬৪তম।
গত ১০ বছরে নারী উন্নয়নে বাংলাদেশের মতো বিশ্বের কোন দেশ এতটা এগোতে পারেনি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন, উপজেলা, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনসহ প্রশাসনের সব স্তরে বাল্যবিবাহের বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এসময় প্রতিমন্ত্রী আন্তর্জাতিক নারী দিবসের পূর্বে ৭ মার্চ রাজধানীর বাংলামোটরে একজন নারী লাঞ্ছিত হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।