মিরপুরে বস্তিতে আগুন: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
প্রকাশ : ১২ মার্চ ২০১৮, ১৫:১১
জাগরণীয়া ডেস্ক
রাজধানীর মিরপুর ১২ নম্বরে ইলিয়াস আলী মোল্লা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-পরিচালক দেবাশীষ বর্ধনের নেতৃত্বে এ কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আগামী ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এ কমিটিকে।
১২ মার্চ (সোমবার) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইটেন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, রাজধানীর মিরপুর ১২ নম্বরে ইলিয়াস আলী মোল্লা বস্তিতে ১২ মার্চ (সোমবার) ভোর ৪টায় আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করে সকাল ৭টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ২ হাজার ঘর পুরোপুরি পুড়ে গেছে বলে জানা গেছে।
0Shares