‘পোশাককর্মীদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস বাস্তবায়নের দাবি’

প্রকাশ : ০৮ মার্চ ২০১৮, ১৬:৫৫

জাগরণীয়া ডেস্ক

পোশাককর্মীদের সবেতনে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস বাস্তবায়নের দাবি জানিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ পালন করেছে সংযুক্ত মহিলা পরিষদ (এসএমপি)।

৮ মার্চ (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। 

মানববন্ধনে বক্তারা বিভিন্ন দাবির কথা উল্লেখ করে বলেন, গার্মেন্টসে নারী শ্রমিকদের ৬ মাস মাতৃত্বকালীন ছুটি দিতে হবে সবেতনে। 

নারী, শিশু ধর্ষণ ও পাচার রোধে সরকারকে আরো কঠোর হওয়ার জন্য আহবান জানান বক্তারা।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আছিয়া খানম নীলু,সংগঠনের সাধারণ সম্পাদক বীনা চৌধুরী, কোষাধ্যক্ষ শেফালী হোসেন,বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন প্রমুখ। সংযুক্ত মহিলা পরিষদের সভাপতি জান্নাত ফাতেমা এতে সভাপতিত্ব করেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত