২১ মার্চ চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ০৭ মার্চ ২০১৮, ২২:২৪

জাগরণীয়া ডেস্ক

২১ মার্চ (বুধবার) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চট্টগ্রামে যাচ্ছেন। ওইদিন বিকেলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে পটিয়া কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

৬ মার্চ (মঙ্গলবার) রাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দক্ষিণ জেলার নেতাদের এ তথ্য জানিয়েছেন।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সফরে আসছেন ২১ মার্চ। পটিয়া কলেজ মাঠে জনসভার ভেন্যু নির্ধারণ করা হয়েছে। গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আমাদের জানিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ওই দিন বিকেলে এ জনসভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১৩ সালের ২৯ আগস্ট চট্টগ্রামের ফটিকছড়িতে জনসভা করেছিলেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত