‘পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে’

প্রকাশ : ০৬ মার্চ ২০১৮, ১২:১২

জাগরণীয়া ডেস্ক

পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৬ মার্চ (মঙ্গলবার) জাতীয় পাট দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পাটচাষিসহ এ খাতের সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান তিনি। এবার দ্বিতীয়বারের মতো দেশে পাট দিবস পালন করা হবে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমাদের মাটি পাটচাষের উপযোগী। মাটির গুণাগুণ ধরে রাখতে ফসলচক্রে পাট সবচেয়ে উপযোগী ও লাভজনক ফসল। আমাদের শ্রম, মেধা, গবেষণালব্ধ ফলাফল, পাটের বহুমুখী পণ্যের সম্ভার ও বাজার সম্প্রসারণ করতে সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। একসময় প্রধান অর্থকরী ফসল পাট এখন দেশের তৃতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। সবার উদ্যোগেই পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে আমরা অবশ্যই সক্ষম হবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'জাতীয় পাট দিবস ২০১৮'-এর সার্বিক সাফল্য কামনা করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত