সিঙ্গাপুরের প্রেসিডেন্টের ফোন

রোহিঙ্গা ফেরাতে সিঙ্গাপুরকে পাশে চাইলেন রাষ্ট্রপতি

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৩

জাগরণীয়া ডেস্ক

রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সিঙ্গাপুরে অবস্থানরত রাষ্ট্রপতি আবদুল হামিদকে ফোন করেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব। ফোনালাপে রাষ্ট্রপতি এসময় রোহিঙ্গা প্রত্যাবর্তনে সিঙ্গাপুরের সহায়তা চান।

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন বলেন, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট টেলিফোনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আবদুল হামিদকে অভিনন্দন জানান। এসময় তিনি রাষ্ট্রপতির চিকিৎসার খোঁজখবর নেন।

ফোনালাপে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় হালিমা ইয়াকুবকে অভিনন্দন জানান এবং সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বারোপ করেন। আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সিঙ্গাপুর সফরের উল্লেখ করে আবদুল হামিদ বলেন, ‘এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে পৌঁছান রাষ্ট্রপতি।  বর্তমানে দেশটির মেরিনা ম্যান্ডারিন হোটেলে অবস্থান করছেন তিনি।

সূত্র : বাসস

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত