রাজশাহীতে অগ্নিদগ্ধ গৃহবধুর মৃত্যু
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৭
রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় শান্তা খাতুন (২০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
শান্তা মহানগরীর রাজপাড়া থানার বিলশিমলা এলাকায় সবজি ব্যবসায়ী আশিক রেজার স্ত্রী এবং তার বাবার বাড়ি নাটোরের লালপুর উপজেলায়।
এ ঘটনার শান্তার স্বামী আশিক রেজা জানান, গত ১৮ ফেব্রুয়ারি (রবিবার) রাতে রান্না করার সময় কেরোসিনের চুলা বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন শান্তা। এসময় আগুন নেভাতে গিয়ে আশিক রেজা নিজেও দগ্ধ হন। এদের মধ্যে আশিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও শান্তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে রামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দুইদিন পর আজ সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন শান্তা।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গৃহবধু শান্তার মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না দেয়ায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।