বয়স ৭৩, তবু বয়স্ক ভাতা জোটেনি রোমেছার
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩৩
বয়স ৭৩ ছাড়িয়েছে, তবু ভাগ্যে জোটেনি বয়স্ক/বিধবা ভাতার কার্ড। চেয়ারম্যান ও মেম্বার থেকে আশ্বাস পেলেও পাওয়া যায়নি সহায়তা। কাঁদতে কাঁদতে এসব অভিযোগ করেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামের মৃত রশিদ মোল্যার স্ত্রী রোমেছা খাতুন।
তিনি বলেন, গ্রামে অনেকে বয়স্ক বা বিধবা ভাতার কার্ড পেয়েছে। তারা টাকাও উঠায়। আমার এতো বয়স হলেও আমাকে এখনও একটা কার্ড দেওয়া হচ্ছে না। আর কত বয়স হলে একটা কার্ড পাবো!
ইউপি সদস্য আব্দুল গফফার বলেন, আমার ওয়ার্ডে ৭০/৮০ জন ‘বয়স্ক’ ব্যক্তি আছে। ১/২ বছরে ভাতার কার্ড পাই ৪টা। ৪টা কার্ড দেখে দেখে মরা গরীবদের দেই। তবে সামনের বার দেখি ওই মহিলাকে একটা কার্ড করে দেওয়া যায় কিনা।
শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান স.ম মোনায়েম সানা বলেন, বিষয়টি আমার জানা নেই। এবছর তালিকা করা হয়ে গেছে। সামনের বার উনাকে একটা কার্ড করে দেওয়ার ব্যবস্থা করা হবে।