পরীক্ষা দিতে পারেনি বৈশাখী
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৯
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2018/02/18/image-14130.jpg)
পরীক্ষা দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় বৈশাখী আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থী। তার আর পরীক্ষা দেয়া হয়নি। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বৈশাখী।
আহত বৈশাখী এবার কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। সে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার তালুক পলাশী গ্রামের সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেনের মেয়ে।
১৮ ফেব্রুয়ারি (রবিবার) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কাকিনা রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কাকিনা রেল ক্রসিং এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় বুড়িমারীগামী একটি ট্রাক। এতে মোটরসাইকেলে বসে থাকা পরীক্ষার্থী বৈশাখী ছিটকে পড়ে। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় হাসাপাতালে নেয়া হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ট্রাকটি আটক করা গেলেও চালককে ধরতে পারেনি পুলিশ।