বোনকে প্রশ্ন দিতে গিয়ে ভাই গ্রেপ্তার
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৫
টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার্থী কনিকাকে ফাঁস হওয়া প্রশ্ন দিতে এসে গ্রেপ্তার হলেন চাচাতো ভাই মো. জাকির হোসেন (৩০)। জাকির উপজেলার বহুরিয়া ইউনিয়নের খাগুটিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ছিল পদার্থবিজ্ঞান পরীক্ষা। সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের মির্জাপুর কলেজ কেন্দ্রের দক্ষিণ পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় জাকিরকে। এসময় পুলিশ জাকিরের তল্লাশি চালালে জাকিরের মোবাইল থেকে পদার্থ বিজ্ঞানের প্রশ্নপত্র উত্তরসহ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। এছাড়া একই কেন্দ্র থেকে নকলের অভিযোগে আকাশ সরকার নামে এক ছাত্রকে বহিস্কার করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন বলেন, পাবলিক পরীক্ষা অপরাধ আইনের দণ্ডবিধি ১৮৬ এর ১৮৮ ধারায় জাকিরকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া একজন পরীক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য বহিস্কার করা হয়েছে।