খালেদার মুক্তির দাবিতে রাবিতে মানববন্ধন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৪
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায় ও খালেদা জিয়াকে কারাগারে প্রেরণের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
১১ ফেব্রুয়ারি (রবিবার) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্যাংক থেকে জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করা হয়, দুর্নীতি করা হয়। কিন্তু এসব দুর্নীতির বিচার করা হয় না। অথচ যার নামে ৭০ হাজার কোটি টাকার মামলা রয়েছে তার নেতৃত্বেই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কোন প্রমাণ ছাড়াই খালেদা জিয়াকে জেলে প্রেরণ করা হয়েছে।
বক্তারা আরো বলেন, বিগত নির্বাচনের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় আসার জন্য সরকার পরিকল্পিতভাবে এ রায় প্রদান করেছেন।
মানববন্ধনে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতাকর্মীরা।