দেশবাসী‌কে ‌ধৈর্য ধর‌তে ব‌লে‌ছেন খালেদা

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩১

জাগরণীয়া ডেস্ক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছর কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসী‌কে ‌ধৈর্য ধারণ কর‌তে ব‌লে‌ছেন। তার আইনজীবী সাআইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন।

বৃহস্পতিবার জিয়া অরফোনেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মাসুদ আহমেদ তালুকদার বলেন, কারাগারে যাওয়ার সময় খালেদা জিয়া আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি দেশবাসীকে ধৈর্য ধারণ করতে বলেছেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে বলেছেন।

অচিরেই বিজ্ঞ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান খালেদা জিয়ার এ আইনজীবী।

খালেদা জিয়ার আরেক আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, তি‌নি হেঁটে হেঁ‌টে খা‌লেদা জিয়া‌কে পুরনো কারাগা‌রের এক‌টি বি‌শেষ সে‌লে পৌঁ‌ছে দি‌য়ে এ‌সে‌ছেন।

রায়ের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। বেলা ৩টা ৫ মিনিটে সাদা রঙয়ের গাড়িতে করে তাকে পুরনো কারাগারে নেওয়া হয়। 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বকশীবাজার কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ আদালতে বিশেষ জজ ৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত