রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় কন্যা শিশু উদ্ধার

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১১

জাগরণীয়া ডেস্ক

রাস্তার পাশে পরিত্যক্ত এক শপিংব্যাগে মোড়ানো অবস্থায় আনুমানিক ৫ মাস বয়সী একটি কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি (শনিবার) রাজশাহীর তানোর পৌর এলাকার গুবিরপাড়া থেকে ঐ শিশুকে উদ্ধার করেছে তানোর থানা পুলিশ।

তানোর থানা পুলিশের উপ-পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, রাস্তার পাশে শপিং ব্যাগে পরিত্যক্ত অবস্থায় এক শিশুর কান্না শুনে পথচারী এক নারী তাকে কোলে তুলে নেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, শিশুটিকে ফেলে যাওয়া স্বজনদের খোঁজার চেষ্টা করছে পুলিশ। সেই সাথে শিশুটিকে কোন সহৃদয় পরিবারের হাতে তুলে দেয়া যায় কীনা সেটিও ভেবে দেখছে পুলিশ।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত