২২ ফেব্রুয়ারি রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৯

জাগরণীয়া ডেস্ক

দেশব্যাপী বিভাগীয় সফরের কর্মসূচির অংশ হিসেবে আগামি ২২ ফেব্রুয়ারি রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আগামি ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফর উপলক্ষ্যে আগামি ১১ ফেব্রুয়ারি রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

বিভাগীয় সফর অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ জানুয়ারি সিলেট সফর করেন। গত ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল সফর করেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত