গাজীপুরে পিটিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৫
গাজীপুরের কালীগঞ্জে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে।মৃত আম্বিয়া খাতুন (২০) উপজেলার জাঙ্গালিয়া বিনিরাইল গ্রামের শামসুদ্দিনের মেয়ে এবং ওই এলাকার আব্দুল বাতেনের ছেলে মোবারক হোসেনের (২৬) স্ত্রী। আম্বিয়া চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মোবারকের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
গৃহবধূর পরিবারের সদস্যদের বরাতে কালীগঞ্জ থানার পরিদর্শক মো. তরিকুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন আম্বিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হলে কৌশলে আম্বিয়ার লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় তার স্বামী মোবারক।
আম্বিয়ার লাশ মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে বলে জানান তিনি।