রংপুরে আগুন পোহাতে গিয়ে ১৫ নারীর মৃত্যু

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৮, ২৩:৪৮

জাগরণীয়া ডেস্ক

খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে এখন পর্যন্ত রংপুরে অর্ধশতাধিক নারীপুরুষ দগ্ধ হয়েছে। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত ১৫ নারীর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে রংপুর অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় ৫৫ জন নারী-পুরুষ ও শিশু দগ্ধ হয়ে ভর্তি রয়েছে। বেশিরভাগই খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর সময় দগ্ধ হয়েছে।

রংপুর আবহাওয়া দপ্তর মোহাম্মদ আলী জানিয়েছেন, ১৯ জানুয়ারি শুক্রবার জেলার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থা আরো কিছুদিন চলবে।

রংপুর জেলা প্রশাসন জানায়, রংপুরের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে শীতার্ত মানুষের মধ্যে ৫৪ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া রংপুরের বেশ কয়েকটি এলাকায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে  শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত