বনানীতে ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন ৭ ফেব্রুয়ারি

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৮, ২৩:৫৪

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর বনানীতে বাসায় নিয়ে এক তরুণীকে রাতভর ধর্ষণের অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। ১৭ জানুয়ারি (বুধবার) ঢাকার মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী নতুন করে এ দিন ধার্য করেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান বিষয়টি জানিয়েছেন।

গত বছরের ৫ জুলাই রাতে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

মামলার বরাত দিয়ে বনানী থানার উপপরিদর্শক (এসআই) আলী আহমেদ জানান, ২০১৭ সালের ৪ জুলাই রাতে জন্মদিনের দাওয়াতের কথা বলে বনানীর একটি বাসায় ওই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। বাহার উদ্দিন ইভান (২৮) নামের এক যুবককে মামলায় একমাত্র আসামি করা হয়েছে।

পুলিশ আরো জানায়, তরুণী এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত