পোপ ও প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৭, ২২:০৮

জাগরণীয়া ডেস্ক

তিন দিনের সফরে গত ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশে এসেছেন বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান পোপ ফ্রান্সিস। আজ ২৯ নভেম্বর (শুক্রবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, পোপ ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ের পর তারা ২০ মিনিট আলাপ-আলোচনা করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানাকে পোপের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও তার স্ত্রী পেপি সিদ্দিক উপস্থিত ছিলেন।

পরে পোপ ফ্রান্সিস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা ফটোসেশনে অংশ নেন। 

উল্লেখ্য, তিন দশক পর এই প্রথম কোনো পোপ বাংলাদেশ সফরে এলেন। ১৯৮৬ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন পোপ দ্বিতীয় জন পল। ২০১৩ সালের ১৩ মার্চ ভ্যাটিকানের ২৬৬তম পোপ নির্বাচিত হন পোপ ফ্রান্সিস। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত