গাজীপুরে শিশুহত্যা মামলায় ১ জনের ফাঁসি
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৭, ২৩:৪৪
গাজীপুরের শ্রীপুর উপজেলায় শিশুহত্যার দায়ে একজনকে ফাঁসি ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ফাঁসির দণ্ডপ্রাপ্ত মো. রিপন মিয়া (৩৩) শ্রীপুর উপজেলার চকপাড়া এলাকার হাসমত আলীর ছেলে। আদালত তাকে ১০ হাজার জরিমানাও করেছে।
২২ নভেম্বর (বুধবার) সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ মামলার রায় দেন।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- বগুড়া সদর উপজেলার ভাটকান্দি গ্রামের মো. রহিমের ছেলে রবিউল ইসলাম (২০) ও শেরপুরের ঝিনাইগাতী থানার দিঘিরপাড় এলাকার মো. মোস্তফার ছেলে মো. মোজাফ্ফর (১৯)। এ দুইজনকে পাঁচ হাজার জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার অভিযোগ, মায়ের দ্বিতীয় বিয়ে হওয়ায় নাজনিন নামের সাত বছরের শিশুটি শ্রীপুরের চকপাড়ায় নানা হাসমত আলীর বাড়িতে থাকত। হাসমত আলীর সঙ্গে জমির বিরোধের জেরে ২০১৫ সালের ৩০ অক্টোবর তাকে হত্যা করা হয়। পরদিন ৩১ অক্টোবর শিশুটির মা মোসাম্মৎ আসমা বেগম শ্রীপুর থানায় মামলা করেন।
পিপি হারিছ উদ্দিন আহম্মদ বলেন, এ মামলায় মোট আটজনের সাক্ষ্য নিয়ে আদালত রায় দিয়েছে।
মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন শাহ মোহাম্মদ জহিরুল ইসলাম ও ওয়াহিদুজ্জামান আকন তমিজ।