সিরাজগঞ্জে শিশু নির্যাতনের অভিযোগে পালক মা গ্রেপ্তার
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৭, ২০:০৬
জাগরণীয়া ডেস্ক
সিরাজগঞ্জে শিশু নির্যাতন মামলার প্রধান আসামি পালক মা বাসনাকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ অক্টোবর (সোমবার) রাতে পৌর এলাকার জানপুর সিংপাড়া মহল্লার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে রাতেই সাধনা ওরফে কস্তুরীর মা ফাতেমা বাদি হয়ে বাসনাসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, জানপুর সিংপাড়া মহল্লার একটি বাড়ি থেকে পালক মায়ের হাতে নির্যাতিত শিশু সাধনা ওরফে কস্তুরীকে (৪) উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর বাড়িতে তালা লাগিয়ে পালিত মা বাসনাসহ পরিবারের সবাই পালিয়ে যায়। রাতেই জানপুর সিংপাড়া মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি বাসনাকে গ্রেপ্তার করা হয়।