জমির জন্য বাবা-মাকে মারধর, বোনকে কুপিয়ে আহত
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৮
সিরাজগঞ্জ শহরে জমি লিখে না দেওয়ায় বোনকে বঁটি দিয়ে কুপিয়ে আহত করার পাশাপাশি বাবা-মাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
শহরের মাছুমপুর দক্ষিণপাড়ার বাসিন্দা ও পুলিশের অবসরপ্রাপ্ত বাবুর্চি শাহজাহান শেখের অভিযোগ, ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে তার মেজো ছেলে তাদের ওপর এই হামলা চালায়।
শাহজাহান আরও বলেন, মাছুমপুর মহল্লায় চার শতক জায়গায় বসতবাড়ি তৈরি করে ছেলেমেয়ে নিয়ে বসবাস করে আসছেন তিনি। পাঁচ মেয়ে ও তিন ছেলের মধ্যে মেজো ছেলে রাসেল অন্যদের বাদ দিয়ে বাড়িটি তার নামে লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছেন। জমি লিখে না দেওয়ায় ৬ সেপ্টেম্বর (বুধবার) ঘরের দরজা ভাংচুর করে।
এরপর ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অতর্কিতে বঁটি দিয়ে ছোট মেয়ে তাসলিমার মাথা ও ঘাড়ে কুপিয়ে আহত করে। বাধা দিতে গেলে আমাকে ও আমার স্ত্রীকেও মারধর করে। মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।