চট্টগ্রামে মন্দিরের সেবায়েত ও স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশ : ১১ অক্টোবর ২০১৭, ১৬:২৩

জাগরণীয়া ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি মন্দিরের সেবায়েত ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১০ অক্টোবর (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে পুরানগড় ইউনিয়নের ফকিরখিল হিন্দুপাড়া এলাকার শ্রী শ্রী মগদ্বেশ্বরী মন্দির লাগোয়া কক্ষ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

ওই মন্দিরের সেবায়েতের নাম স্বপন দে (৬০) ও তার স্ত্রীর নাম চিনু দে (৪৭)। 

সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন জানান, সেবায়েত ও তার স্ত্রী মন্দিরের পাশে দুটি কক্ষে বসবাস করে আসছিলেন। দুটি কক্ষে তাদের দুজনের মৃতদেহ পাওয়া যায়। কারও দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। 

ওসি রফিকুল হোসেন জানান, আমরা আশপাশের মানুষের কাছে জানতে পেরেছি, ওই দম্পতি ঋণগ্রস্ত ছিলেন। অনেকেই তাদের কাছে টাকা পায়। এসব হতাশা থেকে তারা বিষপানে আত্মহত্যা করে থাকতে পারেন। স্বপন ও চিনুর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুজনেই বিয়ে করে অন্যত্র বসবাস করছেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত