সাভারে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫০
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/09/07/image-11390.jpg)
সাভারে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। ৬ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যার দিকে চাঁপাইনের তালতলা এলাকার থেকে ধর্ষক দ্বীন ইসলামকে আটক করা হয়। আটক দ্বীন ইসলাম (৩৮) সাভারের চাঁপাইন এলাকার আজাহার আলীর ছেলে।
ওসি মোহসিনুল কাদির জানান, ৬ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় শিশুটি পাশের বাড়িতে বেড়াতে যায়। তখন দ্বীন ইসলাম শিশুটিকে আটকে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা বেরিয়ে আসলে সে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে এলাকার লোকজন।
শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।