পটুয়াখালীতে ২ তরুণী ধর্ষণ, গ্রেপ্তার ১
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৯
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2017/09/02/image-11292.jpg)
ঈদের আড়ম্বরের মাঝেই দুইদিনে পটুয়াখালীতে দুই তরুণীর ধর্ষিত হবার খবর পাওয়া গেছে। এর মধ্যে বাউফল উপজেলায় এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় দায়ের করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাউফল থানার ওসি আযম খান ফারুকী জানান, আজ ২ সেপ্টেম্বর (শনিবার) সকালে আদাবাড়ীয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাউফল থানায় মেয়েটি নিজে বাদী হয়ে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন আদাবাড়ীয়া ইউনিয়নের মৃত সামসুল হক শরীফের ছেলে কবির শরীফ (২৫), আতাহার গাজীর ছেলে জাফর গাজী (২৮), আবদুর রশিদ সরদারের ছেলে মিজান সরদার (২৬)ও হানিফ মীরের ছেলে সিদ্দিক মীর (২২)।
মামলার বরাত দিয়ে ওসি আযম খান ফারুকী জানান, "পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মাকে (৬৬) দেখে সকালে বাড়ি ফিরছিলেন ওই তরুণী (১৮)। শহরের পুরান বাজার থেকে খেয়া পার হয়ে ওপারে লোহালিয়া ঘাটে পৌঁছেন। এরপর লোহালিয়া খেয়াঘাট থেকে ভাড়ায় মোটরসাইকেলে দশমিনায় বাড়ি যাচ্ছিলেন। মোটরসাইকেলে ছিলেন তিনি ও চালক। পথে বাউফলের মিলঘর মহাশ্রাদ্ধী এলাকায় পৌঁছলে সেখানে থাকা আরও তিন যুবক ও মোটরসাইকেল চালক তাকে জোর করে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে"।
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত অভিযোগে মোটরসাইকেল চালক কবির শরীফকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে একই উপজেলার কানাকাদিয়া গ্রামে বলরাম পাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে দশ শ্রেণীর এক ছাত্রীকে ১ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে, তবে কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি।