ফরিদপুরে দাদি-নাতনি খুন, আটক ১

প্রকাশ : ৩০ আগস্ট ২০১৭, ০১:৫৫

জাগরণীয়া ডেস্ক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শ্রীকান্ত দাস শিশির (৩২) এর বিরুদ্ধে তার মা ও মেয়েকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ২৯ আগস্ট (মঙ্গলবার) বোয়ালমারী উপজেলার কামারগ্রাম থেকে নিহত সুন্দরী দাস (৫৫) ও তার আড়াই বছর বয়সী নাতনি প্রিয়ন্তীর লাশ উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় সুন্দরীর ছেলে শ্রীকান্ত দাস শিশিরকে (৩২) আটক করেছে পুলিশ। 

স্থানীয় পৌর কাউন্সিলর শেখ আজিজুর রহামান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে দুই জনের গলাকাটা লাশ ও পাশে শিশিরকে পড়ে থাকতে দেখি। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও শিশিরকে আটক করে। 

ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে সম্প্রতি শিশিরের স্ত্রী তার সংসার ছেড়ে চলে যান। এরপর থেকে হতাশায় ভুগছিলেন শিশির। এর জেরে ২৮ আগস্ট (সোমবার) রাতের কোনো এক সময় তিনি মা ও মেয়েকে হত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত