শিশুধর্ষণ চেষ্টাকারী গ্রেপ্তার

প্রকাশ : ২৭ আগস্ট ২০১৭, ১৯:১০

জাগরণীয়া ডেস্ক

আইসক্রিম ও চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের (আর্ট কলেজ হিসেবে পরিচিত) শেষ বর্ষের ছাত্র রাজীব শীলকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

২৭ আগস্ট (রবিবার) দুপুরে শহরের দেওভোগে অবস্থিত চারুকলা ইনস্টিটিউটের আবাসিক হোস্টেলে ওই ঘটনার পর সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুকবুল হোসেন জানান, ৫ বছরের ওই শিশুর মা থানায় মামলা করেছেন। এতে তিনি অভিযোগ করেছেন, সকালে তার ৫ বছরের মেয়েকে আইসক্রিম ও চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন সেখান থেকে কোনমতে চলে আসে। পরে এলাকার লোকজন রাজীবকে আটকে পুলিশে সোপর্দ করে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত