রাস্তা যেনো মাছের খামার!
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৭, ১৫:২৩
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামগতি-মোহাম্মদপুর সড়কের মীর রোড ভেঙ্গে যাওয়ার এক বছরেও সংস্কারের কোন উদ্যোগ দেখা যায়নি।
গুরুত্বপূর্ণ এই সড়কটি ভাঙ্গার কারণে লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে যাতায়াত করছে। সামান্য বৃষ্টিতে এ সড়কটির করুণ অবস্থা হয়ে যায়। বড় বড় গর্তে একহাঁটু পানি ও কাঁদামাটির স্তুপ হওয়ায় পা ফেলার উপায় নেই। বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ও বড় বড় গর্ত হওয়ায় রাস্তা যেনো মাছের খামারে পরিণত হয়েছে।
চরগাজী ইউ.পি. চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন বলেন, কিছুদিন আগে আমার ব্যাক্তিগত তহবিল থেকে প্রায় ৩৫ হাজার টাকা দিয়ে সড়কটির বেশ কিছু স্থানে সংস্কার করেও কোন কাজ হয়নি। সড়কটি সংস্কারের জন্য প্রথমে দুই বার টেন্ডার হলেও কোন পার্টি এতে অংশগ্রহণ করেনি।
পরবর্তীতে ২ কোটি ৪৭ লাখ টাকার টেন্ডার হলে দুই পার্টি অংশগ্রহণ করার মাধ্যমে এক পার্টি কাজ পান, কিন্তু প্রধান প্রকৌশলী অপারগতা স্বীকার করেন। বর্তমানে কাজটি রিটেন্ডারের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।