যুগ পার হলেও সংস্কার হয়নি ভুলুয়া স্টিল ব্রিজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০১৭, ১৫:২২

জাগরণীয়া ডেস্ক

লক্ষ্মীপুরের রামগতি ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সীমান্তবর্তী ভুলুয়া নদীর উপর স্টিল ব্রিজটি গত এক যুগেও সংস্কার হয়নি। নির্মাণের প্রায় তিন বছরের মাথায় প্রথমে দু’পার্শ্বের মাটি ধ্বসে সড়ক থেকে ব্রিজটি বিচ্ছিন্ন হয়। পরবর্তীতে মরিচা ধরে পাটাতনগুলো ভেঙ্গে যায়। এতে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে ব্রিজটি।

ব্রিজটি নির্মাণ হওয়াতে দুই অঞ্চলের জনপদের মানুষের মধ্যে মিলন ঘটে। এ ব্রিজটি দিয়ে লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলার মানুষ নোয়াখালীর সুবর্ণচর হয়ে জেলা শহর মাইজদী, দেশের অন্যতম ব্যবসায়ীক কেন্দ্র চৌমুহনী, পাশ্ববর্তী জেলা ফেনী এবং ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় সহজে যাতায়াত করার সুযোগ পায়। এ ছাড়া ভোলা জেলার মানুষও চৌধুরীর হাট খেয়া ঘাট হয়ে এ ব্রিজটির উপর দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছে। এক কথায় ব্রিজটির কারণে দুই অঞ্চলের মাঝে গড়ে উঠেছিল অর্থনৈতিক সেতুবন্ধন। বর্তমানে ব্রিজটি দিয়ে কোন গাড়ি পারাপার হতে না পারায় লোকসান গুণতে হচ্ছে কৃষকদের। ব্রিজ দিয়ে প্রতিদিন শিশু, মহিলা, বৃদ্ধ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও রোগী জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।

সরজমিনে দেখা যায়, পূর্ব-পশ্চিম মুখি ব্রিজটির দুই দিকে পাকা রাস্তা। নদীর তীব্র স্রোতের কারণে মাটি ধ্বসে নদীতে পড়ে যাওয়ায় ব্রিজ হতে রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে। ব্রিজের উপরের পাটাতন নষ্ট হয়ে বড় বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- এলজিইডির রামগতি উপজেলা কার্যালয়ের প্রকৌশলী জি. এম. কামাল বলেন, ব্রিজটির স্টিল প্ল্যান্ট সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং এপ্রোছ এর মাটি সরে গিয়ে মূল সড়ক হতে বিছিন্ন হয়ে যাওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত