লালমনিরহাট-কুড়িগ্রামে বন্যায় শিশুসহ ৪ জনের মৃত্যু

প্রকাশ : ১৫ আগস্ট ২০১৭, ০০:৪৩

জাগরণীয়া ডেস্ক

বন্যায় লালমনিরহাট ও কুড়িগ্রামে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। 

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পূর্ববড়ুয়া গ্রামে পানি পার হয়ে আশ্রয়ের খোঁজে যাওয়ার সময় তিন বছরের এক শিশু মৃত্যু হয়। কুড়িগ্রামে তিনজনের মৃত্যু হয়।

লালমনিরহাট
১৩ আগস্ট (রবিবার) দুপুরে ২টায় রবিউল ইসলামের সাড়ে তিন বছরের ছেলে নাজিম, নাজিমের মা নাজমা বেগম (২২), রবিউলের বোনের স্বামী মোজাম্মেল হক (৪৫) ও মোজাম্মেলের সাত বছরের ছেলে আলী হোসেন বন্যার পানি পার হয়ে আশ্রয়ের খোঁজে যাচ্ছিল। একপর্যায়ে সবাই পানিতে তলিয়ে যায়। এক ঘণ্টা পর শিশু নাজিমের লাশ ভেসে ওঠে। বাকিরা নিখোঁজ রয়েছে।

কুড়িগ্রাম
কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ত্রাণ কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বরাত দিয়ে জানান, বন্যায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবেন্দ্রনাথ জানান, ওই উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বন্যার্তদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত