বনশ্রীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৭, ১৬:০৩
রাজধানীর বনশ্রীতে লাইলী (২৫) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ৪ আগস্ট (শুক্রবার) ১০টার দিকে বনশ্রীর বি-ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ির নিচতলার ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী গৃহকর্তা মৈনুউদ্দিন বলেন, লাইলী নিচতালার বাসায় প্রতিদিন সকালে কাজ করতে আসে। বাসায় এসে একটি রুমের ভিতর দরজা বন্ধ করে দেয়। ডাকাডাকি করলেও দরজা না খুললে বাড়ির ম্যানেজার টিপুকে সংবাদ দেই। তারা ব্যর্থ হলে পরে খিল ভেঙ্গে ভিতরে ঢুকে ফ্যানের সাথে ওড়নায় ঝুলন্ত অবস্থায় লাইলীকে নামানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির এসআই মো. বাচ্চু মিয়া এর সত্যতা নিশ্চিত করেন। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
লাইলীর স্বামী নজরুল ইসলাম ভারতের করাগারে বন্দী রয়েছেন। তিনি বনশ্রীর পাশে সোহাগ কোম্পানি সংলগ্ন হিন্দুপাড়া বস্তিতে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন। লাইলীর বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীয়া উপজেলার আজুয়াটালী গ্রামে।