শিশু গৃহকর্মীকে পুড়িয়ে নির্যাতন, আটক ১

প্রকাশ : ১০ জুলাই ২০১৭, ১৬:০৭

জাগরণীয়া ডেস্ক

ফেনীতে নির্যাতনের শিকার এক শিশু গৃহকর্মীকে ৮ জুলাই (শনিবার) রাতে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ফেনী পৌরসভার পূর্ব উকিলপাড়ার একটি বাসার ভাড়াটে নুরুল ইসলাম রানা ও তার স্ত্রী সোহানা আক্তার প্রিয়া তাদের বাসার গৃহকর্মী শারমিনকে (১০) প্রায়ই নির্যাতন করতেন। ৭ জুলাই (শুক্রবার) তার গায়ে গরম পানি ঢেলে দেওয়া হয়। প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে ফেনী সদর মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ওই গৃহকর্মীকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সোহানা আক্তারকে আটক করেছে।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, ওই শিশুর শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা ও আঘাতের চিহ্ন এবং ঝলসানোর আলামত দেখা গেছে। বিষয়টি জানার জন্য সোহানাকে আটক করা হয়েছে।

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে সোহানা আক্তার বলেন, বাসার একটি তালা ভাঙায় তার স্বামী ওই গৃহকর্মীকে সামান্য চড়-থাপড় দিয়েছেন মাত্র। চাঁদা না দেওয়ায় এলাকার সন্ত্রাসীরা তাকে পুলিশে দিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত