ধর্ষকদের ফাঁসির দাবিতে পাবনায় ছাত্র-জনতার মানববন্ধন
প্রকাশ : ০২ আগস্ট ২০১৭, ১৫:৪১
যৌন হয়রানি ও ধর্ষণের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
২ আগস্ট (বুধবার) দুপুর ১২টায় ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০১ সাল থেকে এপর্যন্ত দেশের আটটি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের তথ্য অনুযায়ী দেশে নারী নির্যাতনের মামলা হয়েছে ৪ হাজার ৩৬১টি, যার মধ্যে বিচার সম্পন্ন হয়েছে ৫৭৮টি, আর সাজা হয়েছে মাত্র ৬৪ জনের। তাই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, রাফিউল ইসলাম, আকাশ হোসেন, সোলাইমান হোসেন, শাকিল আহমেদ, রাসেল রহমান প্রমুখ। কর্মসূচিতে যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্ক, পাবনার সদস্য, সাংবাদিক কামাল সিদ্দিকী, সাংবাদিক শফিক আল কামালসহ বিভিন্ন পেশাজীবিরা একাত্মতা জানিয়ে অংশগ্রহণ করেন।