স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে শ্যালিকাকে হত্যা
প্রকাশ : ২৬ জুলাই ২০১৭, ১৭:২৮
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2017/07/26/image-10319.jpg)
নেত্রকোনায় স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে শ্যালিকাকে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম জসিম উদ্দিন টিটু (২৮)। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হামিদাবাড়ি নামাপাড়া গ্রামে।
পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার থেকে ২৫ জুলাই (মঙ্গলবার) রাত ৯টায় তাকে আটক করা হয়।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুনিল কুমার দাস বলেন, প্রায় দুই বছর আগে ত্রিশালের কুরশানগর গাড়াপাড়ার জালাল উদ্দিনের মেয়ে শারমীন আক্তারের সঙ্গে টিটুর বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলে আসছিল। সম্প্রতি টিটিুর সঙ্গে ঝগড়া করে শারমীন তার বাবার বাড়ি চলে চলে যান। ২৫ জুলাই (মঙ্গলবার) দুপুরে শারমিনদের বাড়ি গিয়ে তাকে ফেরত আনতে যান টিটু। শারমিন ফিরতে রাজি না হওয়ায় টিটু তার আট বছর বয়সী শ্যালিকা ইমা আক্তারকে চকলেট কিনে দেবে বলে তাকে নিয়ে বাড়ি থেকে বের হন।
পরে ইমাকে হত্যা করে তার হাত-পা বেঁধে স্থানীয় দিকেরপুল এলাকার ফিরু নদীতে লাশ ফেলে দেন টিটু। স্থানীয়রা বিষয়টি টের পেলে তারা থানায় খবর দেয়। পরে রাত ৯টায় শ্যামগঞ্জ বাজারের একটি চায়ের দোকান থেকে পুলিশ টিটুকে আটক করে বলে জানান এসআই সুনিল।