এএসআইয়ের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রকাশ : ২৪ জুলাই ২০১৭, ১৭:২৭

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর মিরপুরের বড়বাগ এলাকায় এক পুলিশ দম্পতির বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহকর্মীর নাম রাসেল (১৭)। সে এক বছর ধরে ওই বাসায় কাজ করছিল। তাদের দুই সন্তানকে দেখাশোনা করতো ছেলেটি।

রাসেলর চাচা শফিকুল ইসলাম বলেন, এএসআই নজরুল ইসলাম ও এসআই বিউটির বাসায় কাজ করত তার ভাতিজা। তারা বলেছেন, ২৩ জুলাই (রবিবার) দুপুরে রাসেল ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই সময় বাসায় কেউ ছিল না।  

মামলা করবে বলে জানিয়েছেন শফিকুল ইসলাম।

রাসেলের গ্রামের বাড়ি নাটোরে। এএসআই নজরুল ইসলামের বোনের মাধ্যমে তাকে বাসায় কাজের জন্য আনা হয়। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

পুলিশ দম্পতি জানায়, তাদের সন্তানদের ফোন পেয়ে বাসায় এসে দেখে রাসেলের ঝুলন্ত দেহ। এরপর তাকে সোহরাওয়ার্দী হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।  

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আমরা প্রাথমিকভাবে শুনেছি সে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর কারণ জানতে লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত