আশুলিয়ায় চার জঙ্গির আত্মসমর্পণ
প্রকাশ : ১৬ জুলাই ২০১৭, ১৪:১১
আশুলিয়ায় ঘিরে রাখা জঙ্গি আস্তানা থেকে গোলাগুলির পর চার জঙ্গি আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে র্যাব। ১৬ জুলাই (রবিবার) দুপুর ১২টার পর তারা আত্মসমর্পণ করেন। এদের মধ্যে আনুমানিক ২০ বছর বয়সী এক যুবককে র্যাবের গাড়ি তুলতে দেখা গেছে। বাকি তিনজনকে বাড়ির কাছেই র্যাব হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
র্যাব-৪ নবীনগর ক্যাম্পের কমান্ডার মেজর হাকিম চার জঙ্গির আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ঘিরে রাখা জঙ্গি আস্তানা অভিমুখে অগ্রসর হয় র্যাবের কমান্ডোরা। এরপরই সেখান থেকে ব্যাপক গুলির শব্দ আসতে থাকে। এর পর বেলা সাড়ে ১১টার দিকে একটি হেলিকপ্টার ঘিরে রাখা বাড়িটির আকাশ সীমায় দেখা যায়। হেলিকপ্টারটি প্রায় ৫ মিনিট ধরে আশপাশের এলাকা পর্যবেক্ষণ করে। এ সময় ঘিরে রাখা বাড়িটির উঠান বরাবর হেলিকপ্টারটিকে স্থির হয়ে পর্যবেক্ষণ করতেও দেখা যায়।
১৫ জুলাই (শনিবার) দিবাগত রাত ১টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে আশুলিয়ার নয়ারহাট চৌরাবালি এলাকায় একটি একতলা বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র্যাব। সেখানে জঙ্গি ও র্যাবের মধ্যে দুই দফায় গোলাগুলি হয়েছে। বাড়ির মালিক হাবিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।