নাটোরে ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক
প্রকাশ : ১১ জুলাই ২০১৭, ১৯:০৮
নাটোরে ঢাকাগামী তুহিন এলিট পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ আশা আক্তার (২৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
১১ জুলাই (মঙ্গলবার) বেলা সোয়া ১১টার সময় নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর কোরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আশা আক্তার রাজধানী ঢাকার বাড্ডা এলাকার মৃত হাসান মিয়ার মেয়ে।
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান জানান, আশা আক্তার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি রাজশাহী থেকে ফেনসিডিল নিয়ে ঢাকায় বিক্রি করেন।
সকালে রাজশাহীর বাঘা এলাকা থেকে ফেনসিডিল নিয়ে তুহিন এলিট পরিবহনের বাসে করে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
গোপন সংবাদের ভিত্তিতে বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর কোরিয়াপাড়া এলাকায় ওই বাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
এ ঘটনায় নাটোর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।