ভাতিজিকে হত্যার পর আত্মহত্যা
প্রকাশ : ১১ জুলাই ২০১৭, ১৬:৫৭
ময়মনসিংহের গৌরিপুরে ছুরিকাঘাতে ভাতিজিকে হত্যার পর চাচাও আত্মহত্যা করেছেন। নিহত ভাতিজি জান্নাত (১২) উপজেলার মইল্যাকান্দা গ্রামের মো. শাহজাহানের মেয়ে। সে শ্যামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলো।
১০ জুলাই (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মইল্যাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। তবে কি কারণে চাচা তার ভাতিজিকে হত্যা করেছে তা জানা যায়নি।
গৌরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ জানান, ১০ জুলাই (সোমবার) সন্ধ্যায় উপজেলার মইল্যাকান্দা কান্দাপাড়ায় চাচা মিজানুর রহমান জান্নাতের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এ সময় বাড়িতে কেউ ছিলো না। জান্নাতের আর্তচিৎকারে স্বজনরা ছুটে আসে এবং মুমূর্ষু অবস্থায় তাকে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাচা মিজানুর রহমান একই ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে।
মিজানুর রহমান বিবাহিত হলেও তার স্ত্রী বাড়িতে থাকেন না। তবে কি কারণে মিজান তার ভাতিজিকে হত্যা করেছে তা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।