তরুণীকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিতে চাইছে কুকুর!

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৮

জাগরণীয়া ডেস্ক

আমরা দেখেছি যেকোন দূর্যোগেই পশু-প্রাণী আর মানুষ এক সাথে দাড়িয়ে যায় সংকটে। বাস্তবে এরকম ঘটনার দৃশ্য বিরল। এই কুকুরটি শিখিয়ে গেলো কিভাবে প্রতিরোধ গড়তে হবে। কিভাবে দাড়িয়ে যেতে হবে নির্যাতিতর পাশে।

গ্যাস ও ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সারাদেশে হরতাল আহবান করে বাংলাদেশের কমিনিউস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। 

২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এধরনেরই একটি বিরল ঘটনা ঢাকার জাতীয় প্রেসক্লাব এলাকায় ঘটেছে। কুকুরের এহেন কাণ্ডে বিস্মিত পুলিশসহ প্রত্যক্ষদর্শী সবাই।

রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় হরতাল চলাকালীন কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় ও পুলিশ কয়েকজন হরতাল সমর্থনকারীকে আটক করে। এসময় একটি কুকুর এসে পুলিশের হাতে আটককৃত এক তরুণীর জামা ধরে টানতে শুরু করে। বারবার কুকুরটি তরুণীকে পুলিশের নিকট হতে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

কুকুরটি তরুণীর পরিচিত নয়, রাস্তার কুকুর। তরুণীর প্রতি কুকুরের টান ও পুলিশ বিদ্বেষ এই কাণ্ডে রীতিমতো বিস্মিত সোশ্যাল মিডিয়াও।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত