ভাবনা এখন রংপুর রাইডার্সের পরিচালক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ১৪:৩৪

জাগরণীয়া ডেস্ক

অভিনেত্রীর পাশাপাশি ক্রিকেট প্রেমী হিসেবে এবার নতুন রুপে আসছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে আগামী ৪ নভেম্বর। এবারের বিপিএলের আসরে সাতটি দল অংশ নিচ্ছে। এর মধ্যে রংপুর রাইডার্সে যুক্ত হয়েছেন ভাবনা। দলটির পরিচালক হিসেবে তাঁকে দেখা যাবে। 

রংপুর রাইডার্সে যুক্ত হতে পেরে উচ্ছ্বাসিত ভাবনা নিজেও। 

নিজের অনুভূতি প্রকাশ করে ভাবনা বলেন, ‘আমরা বাংলাদেশিরা সবাই ক্রিকেটপ্রেমী। আমি নিজেও ক্রিকেট খেলার অনেক বড় ভক্ত। শুটিং না থাকলে মাঠে গিয়ে সব সময় খেলা দেখি। আগে গ্যালারিতে বসে শুধু খেলা দেখতাম, আর এখন নতুন একটি দায়িত্ব যোগ হয়েছে। বেশ উচ্ছ্বসিত আমি।’

রংপুর রাইডার্স নিয়ে ভাবনা আরো বলেন, ‘আমাদের বাড়ি রংপুরে। তাই এই দলের একজন পরিচালক হতে পেরে আরো বেশি ভালো লাগছে। সবাই দোয়া করবেন এবং রংপুর রাইডার্সকে সাপোর্ট করবেন।’

এদিকে, ভাবনা ছাড়াও দলটির আরেকজন পরিচালক হয়েছেন নাট্য ও চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান।

গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর এক হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট হয়। ১৪৬ দেশি খেলোয়াড় ও ১৬৮ জন বিদেশি খেলোয়াড়ের মধ্য থেকে পছন্দের খেলোয়াড়দের বেছে নেয় দলগুলো। এবারের আসরের দলগুলো হলো ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ানস, চিটাগাং ভাইকিংস, রংপুর রাইডার্স, খুলনা টাইটানস, রাজশাহী কিংস ও বরিশাল বুলস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত