গাড়ির চাকা পিছলানোর কারন ও তার প্রতিকার

প্রকাশ : ২২ জুলাই ২০১৭, ০১:৩৩

জাগরণীয়া ডেস্ক

গাড়ির চাকা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার কারনে অনেক সময় মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। রাস্তা মসৃণ হওয়া, চাকা মসৃণ হওয়া, রাস্তা ও চাকার মধ্যে তৃতীয় কোন বস্তুর উপস্থিতি এবং বেশি গতিতে গাড়ি চালানো ইত্যাদি বিভিন্ন কারণে গাড়ির চাকা পিছলে যেতে পারে।

কলার খোসায় পা পড়লে আমরা যেমন পিছলে পড়ে যাই, তেমনি রাস্তার মাঝখানে পানি, তেল বা অন্য কোনো তরল পদার্থ থাকলে চাকা ও রাস্তার মধ্যে একটি পাতলা স্তর তৈরি হয়, যা চাকাকে ঠিকমত রাস্তার সংস্পর্শে আসতে দেয় না, ফলে গাড়ির চাকা ঘর্ষণহীন হয়ে পিছলে যায়। তেল বা মাটি/লবন পরিবহনকারী গাড়ি থেকে মাটি ও লবন মিশ্রিত পানি পড়ে অথবা গরমের দিনে অত্যধিক তাপে রাস্তার বিটুমিন গলে রাস্তা পিচ্ছিল হতে পারে।

বালি ও ছোট ছোট নুড়িপাথর জাতীয় পদার্থের উপর দিয়ে চলাচল করলে সেইগুলো রোলার স্কেটিং বা বলবিয়ারিং এর মতো কাজ করে, ফলে চাকা পিছলে যেতে পারে। তাই এই বিষয়ে আগে থেকে সাবধান হতে হবে।

নিম্নবর্ণিত উপায়ে গাড়ির চাকা পিছলে যাওয়া থেকে রক্ষা পাওয়া যায়-
ট্রেড ক্ষয় হয়ে যাওয়া চাকা বা পুরাতন চাকা যত দ্রুত সম্ভব বদলাতে হবে।
রাস্তার বাঁক নেওয়ার সময় কম গতিতে (ট্রাফিক সাইনে নির্দেশিত/প্রদর্শিত গতিতে) সাবধানে গাড়ি চালাতে হবে।
বৃষ্টি বা অন্য কোনো কারনে রাস্তা ভেজা থাকলে কম গতিতে বা গাড়ি নিয়ন্ত্রনে রাখার মত গতিতে গাড়ি চালাতে হবে।
রাস্তার পাশে বালি বা নুড়িপাথর জমা থাকলে পাশ দিয়ে যাওয়ার সময় কম গতিতে গাড়ি চালাতে হবে এবং যতদুর সম্ভব এইসব বস্তু এড়িয়ে চলতে হবে।
মসৃণ রাস্তায় গাড়ির গতি বাড়ানো যাবে না।
গাড়ির চাকা পিছলাতে শুরু করলে ব্রেক প্রয়োগ না করা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত